আমার ওয়েবসাইট কাল হ্যাক হয়ে গিয়েছিল

গতকাল krisamsaha.com এ ম্যালওয়্যার ইনজেক্ট (malware injection) করা হয়েছিল। হ্যাকাররা (hacker) অথবা সাইবার ক্রিমিনালরা (cyber criminal) ওয়েবসাইটের (website) ক্ষতি করবার জন্য এইগুলো করে। সংক্রামিত হয়েছে অসংখ্য ফাইল। সার্ভারে (server) ওদের তৈরী করা অনেক ক্ষতিকারক ফাইল (files) ঢুকিয়ে দিয়েছে। আমার ওয়েবসাইটের কোড (code) লেখা ফাইলগুলোর মধ্যেও ওদের কোড ঢুকিয়ে রেখেছে। যাতে কোনোভাবে ওরা আমার ওয়েবসাইটের ক্ষতি করতে পারে।

আমি সদ্যই আমার ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেছি। এত তাড়াতাড়ি যে এসব হবে সেটা আশা করিনি। আমি ওয়েবসাইটটা খুব যত্ন করে সময় নিয়ে বানিয়েছিলাম। আর সেটার এখনকার অবস্থা চোখে দেখা যাচ্ছেনা।

কি করবো? কোনটা করা ঠিক হবে? বিভিন্ন রকম সমাধান ভাবছি।

সত্যি বলতে, আমি এই মুহূর্তে আমার ওয়েবসাইটের সুরক্ষা সম্পর্কে কিছুটা উদাসীনই ছিলাম। আমি ভাবছিলাম সদ্য কাজ শুরু করেছি, আগামী কয়েক মাস ধরে কেউ ওয়েবসাইটে আসবেনা। তাই এখন ওয়েবসাইটের বিষয়বস্তুর ওপরই সমস্ত জোর দিচ্ছিলাম। ভেবেছিলাম যখন কিছু লোক ওয়েবসাইটে আসা শুরু করবে তখন আমি ওয়েবসাইটের সুরক্ষার ওপর জোর দেবো।

ঠিক আছে। আমি তো আর পিছনে গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসতে পারবো না। সামনের দিকে তাকাতে হবে।

সার্ভারটা ঠিক করছি। ওয়েবসাইটের backup version যত তাড়াতাড়ি সম্ভব upload করে দেব।

একটা জিনিসে আমি খুব খুশি যে আমি যখন সবে শুরু করছি তখনই এটা হয়ে গেল। খুব তাড়াতাড়ি শিখে নিলাম। আরও দৃঢ়তার সাথে এখন এগিয়ে চলবো।

কোনো কিছুতেই আর কোনো ফাঁক রাখবোনা।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

2 × one =