ইন্টারনেটে গুরুরা আসল (নাকি নকল)

ইন্টারনেটে আমি আজকাল প্রচুর বিজ্ঞাপন দেখছি যেখানে বিভিন্ন লোক নিজেদেরকে কোনো না কোনো বিষয়ের বিশেষজ্ঞ বলছেন। তারা তাদের ওয়েবিনার (webinar) এবং কোর্সের (course) মাধ্যমে টাকার বিনিময়ে বিভিন্ন সমাধান সূত্র আগ্রহী লোকেদেরকে জানাচ্ছেন।

কেউ কেউ এমনও আছেন যারা প্রত্যেক সপ্তাহে বেশ কয়েকবার webinar host করেন এবং বিভিন্ন বিষয়ের ওপর আলাদা আলাদা সমাধান সূত্র বলে দেন। আমি মাঝে মাঝে ভাবি যে তাদের কাছে কিভাবে এত সমাধান রয়েছে। তাদের জীবনে তারা নিশ্চই এই সব সমাধান সূত্র ব্যবহার করে দারুন জায়গায় পৌঁছে গেছেন।

আমি বলছি না যে তারা যেটা বলছেন সেটা করছেন না। সম্ভবত তাদের বেশিরভাগই কথা রাখছেন। তারা একটা সমস্যা খুঁজে বের করেন এবং তাদের জ্ঞান অনুযায়ী সমাধান দেন। যেটা লোকেদের কাজেও লাগছে। এই ইন্টারনেট বিশেষজ্ঞদের (internet experts) বা ডিজিটাল বিশেষজ্ঞদের (digital experts) বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। তারা ভালোর জন্যই আছেন। তাদের ছাড়া এই ইন্টারনেটের জগৎটা সম্পূর্ণ হবেনা।

আমার যেটা ভালো লাগেনা সেটা হলো তাদের ভঙ্গি। তারা বিনয়ী হতে ভুলে যান। তারা প্রচুর টাকা, দামি দামি গাড়ি, উচ্চমানের জীবনযাপন এইসব দেখিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেন। আমার মনে হয় এটা ঠিক না। এটা ব্যবসায়ীদের খারাপভাবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।

ওনারা ওসব দেখিয়ে বলার চেষ্টা করেন যে দেখুন এটা আমার জন্য কাজ করেছে। এটা আপনার জন্যও কাজ করবে।

হ্যাঁ, আপনার জন্য কাজ করেছে সেটা খুব ভালো কথা। তবে এটা প্রমাণ করার অন্যান্য অনেক উপায় রয়েছে। আপনি show off করছেন কারণ আপনি চান লোকেরা আপনাকে বিশ্বাস করুক। আপনি যদি সত্যিই মানুষের বিশ্বাস পেতে চান তাহলে আপনার পর্যালোচনা (review) এবং প্রশংসাপত্রগুলো (testimonials) প্রদর্শন করুন। লোককে দেখান, কীভাবে আপনি অন্যকে তার জীবন পরিবর্তনে সাহায্য করেছেন।

যে কেউ এই বিলাসবহুল (luxury) গাড়ি বাড়ি একদিনের জন্য ভাড়া নিয়ে তার সামনে ৩০ টা video shoot করে internet এ বিজ্ঞাপন করতে পারে। ১ বছর ধরে প্রতি মাসে যদি সে ২ টো করে ওই video সমেত বিজ্ঞাপন দেয় আর বলে যে এইগুলো তার গাড়ি বাড়ি তাহলে তো মানুষ বিশ্বাস করবেই। তাদের কাছে internet এ যাচাই করবার তো কোনো উপায় নেই। কিন্তু আসলে তো এটা ঠকানো হচ্ছে।

আমি বলছিনা যে সবাই ঠকাচ্ছেন। আমি বলার চেষ্টা করছি যে ইন্টারনেটে এইসব গাড়ি বাড়ি কিছুই প্রমাণ করে না। এইসব দেখিয়ে আপনি আপনার দুর্বলতাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন।

কারুর কিভাবে খুব তাড়াতাড়ি টাকা পয়সা নষ্ট করা উচিত। আসলে সেই পদ্ধতি আপনি দেখিয়ে দিচ্ছেন। সম্ভবত আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে। আপনিও হয়তো যত তাড়াতাড়ি টাকা কামাচ্ছেন তার চেয়ে বেশি তাড়াতাড়ি টাকা খোয়াচ্ছেন।

একজন entrepreneur যিনি entrepreneurship journey এর মধ্যে দিয়ে গেছেন তিনি সবসময় বিনয়ী থাকেন। সবসময়। কারণ তিনি জানেন যে একজন ব্যবসায়ীর জীবন খুব দ্রুত বদলে যেতে পারে। এজন্যই আমি এই সমস্ত show off করা বিশেষজ্ঞদের খুব বেশিদিন ব্যবসায় টিকে থাকতে দেখিনি। তারা সবসময় আসে আর যায়।

আচ্ছা এসব তো গেল। এবার আমি যদি ইন্টারনেটে কোনো বিশেষজ্ঞের থেকে কিছু শিখতে চাই তাহলে কিভাবে বুঝবো যে আমার যেটা দরকার সেটাই তিনি শেখাবেন?

আমরা সেক্ষত্রে তার customer testimonials বা review দিয়ে সেটা বোঝার চেষ্টা করতে পারি। গুগল (Google), ইউটিউব (Youtube) বা তার নিজের ওয়েবসাইটে গিয়ে তার সম্বন্ধে দেখে নিতে পারি। দেখে নিতে পারি তিনি কিভাবে অন্যদের সাহায্য করেছেন। তিনি নির্দিষ্ট কোন বিষয় নিয়ে কথা বলেছেন? এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা একটা ধারণা করতে পারবো।

তবুও, যদি আমরা কোনো কারণে সিদ্ধান্ত নিতে না পারি। তাহলে আমি যদি থাকতাম আমি কিন্তু course টা করতাম। হাত গুটিয়ে বসে থেকে কোথাও পৌঁছনো যায় না।

সেই বিশেষজ্ঞ আসল না নকল সেটা বুঝবো কিভাবে?

হ্যাঁ, এটা একটা গুরুতর বিষয়। ভুয়ো গুরু বা নকল বিশেষজ্ঞ কোন নতুন জিনিস নয় এবং এটা ইন্টারনেটের ফলে তৈরী হয়নি। মানবজাতির ইতিহাস জুড়ে সব জায়গায় নকল গুরুর দৃষ্টান্ত পাওয়া গেছে।

তবে এই ক্ষেত্রে আমি তার উপস্থিতি খুব সচেতনভাবে পরীক্ষা করার পরামর্শ দেব।

সে কি আসল? তার সন্মন্ধে ইন্টারনেটে যত জায়গায় যা যা লেখা আছে সবগুলো ভালো করে পড়বো। Google, ফেসবুক (Facebook), টুইটার (Twitter) সব জায়গায় তার যা উপস্থিতি আছে সেটা ভালো করে পরীক্ষা করবো। তাঁর কাজ ও চিন্তাভাবনা বোঝার চেষ্টা করবো। সবকিছু দেখার পরেও যদি তার সত্যতা সম্পর্কে আমার মনে এতটুকুও সন্দেহ থাকে তাহলে আমি আর এক পাও এগোবোনা।

তিনি সত্যিকারের বিশেষজ্ঞ হন বা না হন, তিনি যদি তার ব্যক্তিগত সত্যতা প্রমান করতে না পারেন তাহলে এইটুকু পরিষ্কার যে আমার ওনাকে যতনা বেশি দরকার তার থেকে বেশি ওনার আমাকে দরকার।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

14 − 3 =