ব্যবসায়ীরা সবসময় ভালোবাসার মধ্যেই থাকেন

আমরা যারা ব্যবসায়ী তাদের একটা বদনাম আছে। লোকে বলে আমরা নাকি সারাদিন কাজ করি। আমাদের ব্যক্তিগত জীবন আর কাজের মধ্যে কোনো ভারসাম্য থাকেনা। আমরা আমাদের পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে যথেষ্ট সময় কাটাই না। আমরা নাকি ২৪ ঘন্টা ৭ দিনই কাজ করছি।

যদি তাই হয় তাহলে আমি বলবো কিছু করার নেই। আমরা আমাদের কাজ ভালবাসি। আমরা আমাদের ব্যবসার কাজ করতে পছন্দ করি। আমাদের ব্যবসায় সমস্যার সমাধান করতে পছন্দ করি। আর এই ভালোবাসা একদিনের বা দুদিনের নয়। এই ভালোবাসা সময়ের সাথে সমান্তরাল।

আবার আমরা আমাদের পরিবারকেও ভালবাসি। আমরা আমাদের প্রিয়জনের সাথে সময় কাটাতেও ভালোবাসি। আমরা আমাদের বন্ধুদের সাথে party করতেও পছন্দ করি। আমরা ঘুমোতেও পছন্দ করি। কখনও কখনও আমরা আবার কিছু না করে সময় কাটাতেও পছন্দ করি। যেটাকে ল্যাদ খাওয়া বলে। সত্যি কথা বলতে আমরা কিন্তু এই সবগুলোই করি।

হ্যাঁ সত্যি, আমরা এই সবগুলোই করি। তবে আমরা প্রায় প্রায়ই করি না।

আমরা ২৪ ঘন্টা ৭ দিনও কাজ করি না। কেউ ২৪ ঘন্টা ৭ দিন কাজ করতে পারেও না। আমরা ২৪ ঘন্টা ৭ দিন কাজ করবার জন্য শুধু তৈরী থাকি।

এটা আমাদের এক আজব মানসিকতা। যদি কাজ এসে পড়ে তাহলে তার জন্য আমরা যে কোনো কিছু ত্যাগ করতে পারি। আমরা অত্যন্ত focused থাকি। আমরা যেহেতু আমাদের কাজটাকে এত ভালোবাসি তাই আমরা সবসময় focused থাকতে পারি।

আর সে জন্যেই আমরা ব্যবসায়ীরা কখনো ব্যর্থতাকে ভয় পাইনা। কারণ ভালোবাসার কোনো হার বা জিত হয় না।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

eighteen − fourteen =