আমাদের জীবনে ধারাবাহিকভাবে পরিশ্রম করাটা খুব দরকার। বিশেষত একজন ব্যবসায়ীর জীবনে। একজন ব্যবসায়ী জানে যে কঠোর পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে একটা ছোট্ট জিনিসও সরানো সম্ভব নয়। এটাই কঠিন বাস্তব। এটাই আমাদের আসল জীবন। আমরা যারা সবসময় পরিশ্রম করা থেকে পালানোর রাস্তা খুঁজছি তারা জীবনটা অন্যের হাতে হয় এখনই সপেঁ দিয়েছি অথবা খুব তাড়াতাড়ি সপেঁ দিতে চলেছি।
কিন্তু আমরা যারা পরিশ্রম করছি তারাও পরিশ্রমের মধ্যে কোনো শৃঙ্খলা আনছিনা। আমাদের পরিশ্রমটা ধারাবাহিক হতে হবে। একবার খুব খেটে খুটে কিছু করলাম তারপর ফেলে রেখে দিলাম। সেটা হলে হবেনা। শৃঙ্খলাবদ্ধ ভাবে ক্রমাগত পরিশ্রম করে যেতে হবে।
কঠোর পরিশ্রম যদি ধারাবাহিক না হয় তবে সেটা কোনো কিছুর উপর প্রভাব ফেলতে পারবে না। আমরা বেশিরভাগ সময়ই আমাদের চেষ্টায় ধারাবাহিক হতে ব্যর্থ হই। আমরা একবার খুব খাটি তারপর হাল ছেড়ে দিই। এরফলে কিছুই এগোয় না। আমরা যদি মনে করি যে একবার খেটে খুটে কোনো কিছুর পরিবর্তন করা যায় তাহলে আমি বলব যে আমরা পরিবর্তনের সংজ্ঞাটা এখনো বুঝে উঠতে পারিনি।
সঠিক পরিবর্তন আনার জন্য আগে আমাদের এই চঞ্চল মানসিকতার সাথে লড়াই করতে হবে। আমাদের কাজের মধ্যে শৃঙ্খলা আনতে হবে। আমাদের কাজের মধ্যে শৃঙ্খলা আনার জন্য আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। আর আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য প্রথমে আমাদের মনকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। একসাথে সব করলে হবেনা। অল্প করে, একটু একটু করে এগোতে হবে।