ব্যবসায়ীদের জন্য এক সুবর্ণ সুযোগ

কোনো ব্যবসার সম্ভাব্য customer দের কাছে পৌঁছনো আগে কখনও এতটা সহজ ছিল না। Internet এর সাহায্যে এখন আমরা আমাদের বাড়িতে বসেই সম্ভাব্য customer দেরকে approach করতে পারি। আমাদের আর আগের মতো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নতুন ব্যবসা নিয়ে আসার দরকার পড়েনা।

বর্তমান সময়ে প্রায় প্রত্যেকেরই internet এ পায়ের ছাপ রয়েছে। আমরা কারুর phone, email, বয়স, gender এই সমস্ত ব্যক্তিগত তথ্যগুলো কয়েকটা সঠিক website ঘাটলেই পেয়ে যেতে পারি। অথবা Facebook এবং Google এর মতো online marketing platform গুলো ব্যবহার করে আমরা নিজেরাই lead জোগাড় করে নিতে পারি। আর এই তথ্যগুলোর সাহায্যে আমরা ব্যবসায়ীরা সরাসরি decision-maker দের কাছে পৌঁছে যেতে পারি। এটা আগে কখনও এতটা সহজ ছিল না। এখন internet এর দৌলতে আমরা অনেক দ্রুত বিশ্বব্যাপী prospect দের কাছে পৌঁছতে পারছি। আমাদের শুধু একটা computer, internet connection আর creative চিন্তাভাবনার দরকার।

আমাদের বিশ্বটা খুব দ্রুত এগিয়ে চলেছে। সমস্ত পুরোনো ভাবনাচিন্তা আর ধ্যান ধারণাগুলো দ্রুত ভেঙে যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করার এবং online এ ব্যবসা করার এখনই দুর্দান্ত সময়।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

seventeen + 8 =