কোনো ব্যবসা যখন তার product বা service গুলো অন্যান্য ব্যবসাকেই শুধুমাত্র বিক্রি করে তখন সেটাকে আমরা B2B model এর মধ্যে ধরতে পারি। এই B2B এর পুরো কথাটা হল Business to Business, যেখানে product বা service বিক্রি করছে একটা ব্যবসা। আর সেগুলো কিনছেও একটা ব্যবসা। পৃথিবীতে এমন অনেক product বা service আছে যেগুলো একটা ব্যবসারই মূলত দরকার হয়। যেমন commercial office, billing machine, employee management software, marketing service ইত্যাদি।
যে ব্যবসা জিনিস বিক্রি করছে সে হচ্ছে B2B এর প্রথম B অথবা Business, আর যে ব্যবসা কিনছে সে হচ্ছে B2B এর দ্বিতীয় B অথবা Business, এইটাই হচ্ছে এই কথাটার আক্ষরিক অর্থ। অর্থাৎ দুটো ব্যবসার মধ্যে লেনদেন। যেমন manufacturer আর wholesaler এর মধ্যে লেনদেন বা wholesaler আর retailer এর মধ্যে লেনদেন ইত্যাদি।