ব্যবসায় corporate strategy এবং business strategy এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
Corporate strategy, বাজার এবং industry এর সাথে সম্পর্কিত প্রশ্ন নিয়ে কাজ করে। সাধারণত একটা company কোথায় ব্যবসা করতে চাইছে আর কোন industry তে ব্যবসা করতে চাইছে সেটা corporate strategy ঠিক করে।
Corporate strategy দিয়ে সাধারণত আমরা এই প্রশ্নের উত্তরটা পেতে পারি –
আমরা কোথায় প্রতিযোগিতা করতে চাই?
আর business strategy দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর পাই –
আমরা কিভাবে প্রতিযোগিতা করতে চাই?
বেশিরভাগ ক্ষেত্রে একটা company এর top management team, CEO এবং board of directors রাই corporate strategy গুলো নিয়ে থাকেন। তারা যে যে aspect গুলোর জন্য corporate strategy তৈরী করেন তার কিছু উদাহরণ হল,
- Vertical integration
- Diversification
- Mergers and acquisitions
- Capital intensive investments
- একটা company এর বিভিন্ন unit এর মধ্যে কোথায়, কিভাবে এবং কতটা company resource ব্যবহার করা হবে
এছাড়াও তারা নতুন product এবং service line ঠিক করেন যেগুলো একটা company এর বর্তমান product এবং service গুলোর সাথে যুক্ত করা যেতে পারে। এইগুলো হল একটা company এর ভবিষ্যত গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এটা corporate strategy এর একটা অংশ।
Business strategy বলে দেয়,
- একটা company কিভাবে নির্বাচিত বাজার এবং industry তে প্রতিযোগিতা করবে
- কিভাবে ওই industry এর অন্যান্য company গুলোর থেকে বেশি competitive advantage পাওয়া যাবে, যা ব্যবসাকে সফল হতে সাহায্য করবে
যেহেতু business strategy একটা ব্যবসার প্রতিযোগিতামূলক দিকটা দেখে সেই কারণে একে competitive strategy ও বলা হয়। কে এই business strategy ঠিক করবে সেটা সাধারণত একটা company এর সাংগঠনিক কাঠামোর উপর নির্ভর করে। অনেক সময় unit manager রা ঠিক করে আবার অনেক সময় division head রা ঠিক করে।