একজন entrepreneur বা ব্যবসায়ীর জন্য জেতার মানসিকতা তৈরী করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যবসা টিকিয়ে রাখা বা সেটাকে সফল করবার তুলনায় হঠাৎ করে একটা ব্যবসা শুরু করা কিন্তু অপেক্ষাকৃত অনেক সহজ। আর সবাই বেশিরভাগক্ষেত্রে হইহই করে ব্যবসা শুরু করে তারপর জেতার মানসিকতার অভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না।
আমার অভিজ্ঞতায় এই জেতার মানসিকতাটাই একজন ব্যবসায়ীর জীবনে পার্থক্য করে দেয়।
যেকোনো পরিস্থিতিতেই জেতা এবং কখনই হাল না ছাড়া এই দুটো মনোভাবই একজন ব্যবসায়ীর জন্য খুব গুরুত্বপূর্ণ। কখনই হাল না ছাড়া মনোভাবটা অনেকটা একটা ঢালের মতো আর যেকোনো পরিস্থিতিতেই জেতার মানসিকতাটা হল একটা তলোয়ারের মতো।
আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রেই এই জেতার মানসিকতাটা তৈরী করা এবং সেটার বিকাশ করা খুবই জরুরি। এটা সবসময় সাহায্য করে।