একজন ব্যবসায়ীর কাছে তার vision এর অর্থ কী?

ব্যবসায়ী বা entrepreneur দের সবচেয়ে বড় শক্তি হল তাদের vision, এটা ছাড়া তাদের সেরকম কোনো মূল্য নেই।

আমরা ব্যবসায়ীরা একটা উদ্দেশ্য নিয়েই বেঁচে থাকি। যেভাবেই হোক আমাদের vision এ পৌঁছনো।

এরফলে এমন একটা সময় আসে যখন আমাদের vision টা এতটাই প্রখর হয়ে যায় যে আমরা সেই vision টা ছাড়া আমাদের চারপাশের আর অন্য কিছুই দেখতে পাই না। আমরা দেখতে পারিনা যে আমরা কি খাচ্ছি, কোথায় ঘুমাচ্ছি, কার সাথে কথা বলছি। সবকিছুই করছি কিন্তু যেন কোনোকিছুর মধ্যেই নেই।

একমাত্র একটা জিনিসই তখন আমরা দেখতে পারি। আমাদের vision, যেটা আমাদের চোখদুটোকে ঢেকে রেখেছে।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

seven − 5 =