Elon Musk কি Twitter এর জন্য ভালো? না খারাপ?

Twitter আমার বেশ পছন্দের। সমস্ত social media গুলোর মধ্যে Twitter আর Instagram হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের।

Twitter এর একটা নিজস্ব identity রয়েছে। যেটা খুব সহজেই চোখে পরে। “অন্য সবাই যা করছে আমি সেটা করব না”, Twitter এর মনোভাবটাই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আর এই কারণেই Twitter সবার থেকে আলাদা।

কিন্তু Twitter কেমন যেন পথ হারিয়ে ফেলেছে।

ব্যবসায়িক দিক থেকে Twitter এর ভীত অনেক শক্তপোক্ত। লোকেও Twitter কে খুবই আন্তরিকভাবে গ্রহণ করেছে। কিন্তু Twitter তার পরের পর্যায়টা আর খুঁজে বের করতে পারছেনা। একটা পর্যায়তেই আটকে রয়েছে। তারফলে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে আর অন্য social media platform এ চলে যাচ্ছে।

এই গুরুত্বপূর্ণ সময়ে যদি Twitter এর মালিকানা Elon Musk নিয়ে নেয় আর Twitter কে যদি আবার একটা private limited company তে পরিণত করতে পারে তাহলে আমার মনে হয় এটা একটা positive পদক্ষেপ হবে।

একটা private limited company একটা public limited company এর তুলনায় অনেক বেশি দ্রুত আর স্বাধীন ভাবে কাজ করতে পারে। আর Twitter এর এই মুহূর্তে ঠিক এই জিনিসগুলোই দরকার। যাতে তারা আত্মবিশ্লেষণ করতে পারে, পরিবর্তন আনতে পারে এবং পুনরায় তার হারিয়ে যাওয়া পথ খুঁজে বের করতে পারে। আমার মনে হয় Twitter কে আবার private limited company করবার Elon Musk এর এই সিদ্ধান্তটাই দেখিয়ে দিয়েছে যে তার Twitter এর সম্পর্কে চিন্তাভাবনা কতটা স্পষ্ট।

তা ছাড়া Twitter আর Elon Musk এর মৌলিক প্রকৃতির মধ্যে একটি সমন্বয় রয়েছে। আমার মতে এরা প্রকৃতিগত দিক থেকে অনেকটা একই ধরনের।

যদি Twitter এর মালিকানা Elon Musk পেয়ে যায় তাহলে তার আনা পরিবর্তনগুলো কেউ কেউ পছন্দ করবে আবার কেউ কেউ পছন্দ করবে না। তবে আমি নিশ্চিত যে Elon Musk এর হাত ধরে Twitter এর সামগ্রিক অগ্রগতি সামনের দিকেই হবে।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

18 − 13 =