ব্যবসায় break-even point কাকে বলে?

একটা ব্যবসায় যখন মোট খরচ এবং মোট আয় সমান হয়ে যায় তখন আমরা বলতে পারি যে ব্যবসাটা break-even point এ পৌঁছে গেছে। অর্থাৎ সেই মুহূর্তে ব্যবসায় কোনো লাভ হচ্ছেনা আবার কোনো লোকসানও হচ্ছে না।

যদি কোনো ব্যবসার production এর খরচ কথার কথায় ₹৫০০,০০০ আর revenue বা আয়ও ₹৫০০,০০০ হয় তাহলে বোঝা যাবে যে সেই ব্যবসাটা break-even point ছুঁয়ে ফেলেছে। আর এই break-even point এ পৌঁছনোর পরেই কোনো ব্যবসা সাধারণত লাভ করার জন্য ছুটতে থাকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই break-even point যেকোনো ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা মাইলফলক।

যেকোনো ব্যবসার জন্য এই break-even point টা আগে থেকে হিসেবে কষেও বের করে নেওয়া সম্ভব। আগে ভাগে হিসেব করে break-even point বের করে নিলে কোনো ব্যবসার লক্ষ্যগুলো পরিষ্কার করে বুঝতেও সুবিধা হয়। যেমন –

  • Break-even point এ পৌঁছানোর জন্য একটা ব্যবসাকে কতগুলো product বিক্রি করতে হবে?
  • Break-even point এ পৌঁছানোর জন্য একটা ব্যবসাকে কত টাকার বিক্রি করতে হবে?

এই প্রশ্নগুলোর উত্তরের উপর নির্ভর করে একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারী আন্দাজ করতে পারবে যে,

  • কোনো ব্যবসার break-even করতে এবং ব্যবসায় লাভ দেখা শুরু করতে ঠিক কতটা সময় লাগতে পারে?

ভিন্ন ব্যবসার break-even point ভিন্ন হয়। কোনো ব্যবসার break-even হতে অনেক বছর সময় লাগতে পারে আবার কোনো ব্যবসা কয়েক মাসের মধ্যেই break-even করে ফেলে। ব্যবসায়ীরা যদি হিসেবে করে আগে থেকে এই break-even point টা বের করে নিতে পারে তাহলে তারা সেই অনুযায়ী তাদের ব্যবসার কৌশলটাও তৈরী করতে পারবে।

কিছু সূত্র দেওয়া রইলো যেগুলো দিয়ে খুব সহজেই break-even point বের করে নেওয়া যেতে পারে,

কতগুলো product বিক্রি করতে হবে break-even করবার জন্য = Fixed Cost/(Selling Price-Variable Cost)
কত টাকার বিক্রি করতে হবে break-even করবার জন্য = Fixed Cost/((Selling Price-Variable Cost)/Selling Price)

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

5 + 12 =