Twitter এর Co-Founder এবং CEO, Jack Dorsey পদত্যাগ করেছেন। Jack Dorsey ২০০৬ সালে Evan Williams, Biz Stone এবং Noah Glass এর সাথে Twitter এর সহ-প্রতিষ্ঠা করেন। ২০০৬ থেকে ২০০৮ সাল অবধি তিনিই company এর CEO ছিলেন। এরপর দীর্ঘ ৭ বছর পরে 2015 সালে তিনি আবার Twitter এর CEO রূপে ফিরে আসেন। তার মতে Twitter এর এখন company হিসেবে তার Founder দের ছত্রছায়া থেকে বেরিয়ে আসা উচিত। আর সেই কারণেই দীর্ঘ ১৬ বছর company এর সাথে বিভিন্ন পদে যুক্ত থাকার পরে তিনি পদত্যাগ করলেন। এছাড়া তিনি তার পদত্যাগের আর কোনো বিশেষ কারণ উল্লেখ করেননি।
তার জায়গায় Twitter এর নতুন CEO হয়েছেন ভারতের পরাগ আগরওয়াল (Parag Agrawal), যিনি এতদিন Twitter এর CTO ছিলেন। পরাগের জন্ম ভারতের আজমের, রাজস্থানে। তিনি বম্বে IIT থেকে B.Tech. করে Stanford University থেকে PhD করেন। এরপর Microsoft, Yahoo এবং AT&T এর মতো company তে কাজ করে ২০১১ সালে Twitter এ যোগদান করেন। ২০১৭ সাল থেকে তিনিই Twitter এর CTO ছিলেন।
পরাগের ওপর Jack Dorsey তার আস্থা ব্যক্ত করলেও, পদত্যাগের খবর ছড়ানোর সাথে সাথেই share market এ Twitter এর share ২.৭৪% পরে গেছে। এখন পরাগ আগরওয়াল কিভাবে Twitter কে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেটা সময়ের সাথেই বোঝা যাবে। কিন্তু ভারতীয় হিসাবে এই খবর আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই আনন্দের!