আমাদের digital world এর যেকোনো কিছুকে blockchain দিয়ে সবচেয়ে ভালোভাবে authenticate করা যায়। সেটা যাই হোক না কেন। একটা digital art হতে পারে, একটা music এর piece হতে পারে, একটা video হতে পারে অথবা একটা digital document হতে পারে। সেটা যেকোনো digital product হতে পারে। Blockchain প্রযুক্তি দিয়ে আমরা আমাদের চারপাশের digital world এর যেকোনো digital সত্তাকে authenticate করতে পারি। আর এই কারণেই আমার মনে হয় blockchain জিতে গেছে।
এটা ঠিক যে blockchain প্রযুক্তির সাহায্যে আমরা আরো অনেক কাজ সহজে করতে পারি। কিন্তু একটা দীর্ঘমেয়াদী দিক থেকে ভাবলে blockchain এর এই “প্রমাণ করার ক্ষমতা” তার অন্যান্য বৈশিষ্ট্যগুলোর তুলনায় অনেক অনেক বেশি প্রভাবশালী।
আমরা যদি blockchain এর এই বৈশিষ্ট্যকে সঠিকভাবে চালনা করতে পারি, তাহলে আমাদের digital world আগামী সময়ে অনেক দ্রুত এবং নিরাপদে এগোতে পারবে।
আমাদের digital world এ বিশ্বাস ও সত্যতার প্রতীক হিসেবে ধীরে ধীরে blockchain কে প্রতিষ্ঠিত করা উচিত।