এরকম অনেকে আছে যারা দীর্ঘদিন ভালো মাইনের চাকরি করবার পরে তাদের ৩০ বছর বয়সের মাঝে বা ৪০ বছর বয়সে এসে কিছু একটা ব্যবসা শুরু করে। তাদের হয়তো এটা অনেকদিনের স্বপ্ন ছিল যেটা তারা এই বয়সে এসে পূরণ করতে চায়।
সমস্যাটা হলো যারা দীর্ঘদিন ভালো মাইনের চাকরি করে অর্থনৈতিকভাবে স্বচ্ছল এবং সমাজে যাদের একটা ভাবমূর্তি আছে তাদের চিন্তাভাবনাটা খুব টাকাপয়সা কেন্দ্রিক হয়ে যায়। টাকা দিয়ে বিলাসিতা কিনতে অভ্যস্ত এই ব্যক্তিরা মনে করে সবকিছুই টাকা ঢেলে করা সম্ভব।
- পয়সা ঢালো কাজ আরো ভালো হবে
- শুরুতেই ভালো একটা office নিতে হবে
- বেশি মাইনের কর্মচারী রাখতে হবে
এই ধরনের চিন্তাভাবনা হয়তো কিছুটা ক্ষেত্রে সাহায্য করতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতায়, এই ধরণের চিন্তাভাবনা করার প্রক্রিয়াটা শুধুমাত্র একজনের ভাবমূর্তিকে আরো “মাখন” দিতে সাহায্য করে। ব্যবসাকে কোনো সাহায্য করেনা। একটা ব্যবসার টাকাপয়সা ছাড়াও আরো অনেক দিক থাকে। বিশেষ করে ব্যবসাটার প্রাথমিক পর্যায়ে লক্ষ্য হওয়া উচিত খুব resourceful ভাবে ছোট ছোট পদক্ষেপ নেওয়ার।
টাকা ঢাললেই সব হবে বা আরো আরো টাকা ঢালতে হবে ভাবমূর্তি ধরে রাখার জন্য, এই মানসিকতা থেকে দূরে থাকাই ভালো। কারণ এই ধরণের মানসিকতা একটা স্বপ্নকে খুব অল্প সময়ের মধ্যেই দুঃস্বপ্নে রূপান্তরিত করে দিতে পারে।