ব্যবসা শেখা খুবই গুরুত্বপূর্ণ

আমার মনে হয় কোনো ব্যবসা শুরু করার আগে আমাদের একটু আধটু হলেও ব্যবসা শেখা উচিত। এতে আমাদের সামনে কী আসতে চলেছে সেটা সম্পর্কে খুবই অল্প হলেও একটা ধারণা তৈরী হবে। ওই জীবনের একটা আভাস পাওয়া যাবে।

এই নয় যে ব্যবসা শিখলাম আর সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। তবে শিখলে পরে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় ঝুঁকি কমানো যেতে পারে। সেটাই বা খারাপ কি?

বহু লোক আছেন যারা না শিখেই ব্যবসা শুরু করেছেন এবং সফল হয়েছেন। তারা কাজ করতে করতে শিখেছেন। এর থেকে ভালো কিছু হতে পারেনা। কিন্তু শিখতে তাদের হয়েছে।

তবে আমি তেমন মেধাবী নই। আমার guidance এর দরকার হয়।

ব্যবসা শিখলে পরে একজন ব্যবসায়ীর চোখ দুটো তৈরী হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যবসা শুরু করার সময়। ব্যবসার কোথায় কোথায় জেতা যায় এই চোখ দুটো সেটা চিনতে সাহায্য করে।

ব্যবসায় ঝুঁকি থাকে সেটা আমরা খুব ভালো করেই জানি। ব্যর্থতা সব ব্যবসায়ীর কাছেই খুব কঠিন একটা বাস্তব। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০% ব্যবসা তাদের প্রথম বছরও টিকতে পারে না। এটা হবেই। কারণ কোনো ব্যবসা সফল হওয়ার জন্য অনেকগুলো পরিস্থিতিকে অনুকূল হতে হবে। সেটা অভ্যন্তরীণ আর বাহ্যিক দুটো পরিস্থিতি কেই হতে হবে।

ব্যবসা শিখলে আমরা অন্যদের ব্যবসায়িক ভুল এবং ঠিক দুটোকেই চিনতে পারি। যা আমাদেরকে নিজেদের ব্যবসায় সাহায্য করে। এই চিনতে পারার ক্ষমতাটা ব্যবসা শিখলে অনেক তাড়াতড়ি রপ্ত করা যায়।

এছাড়াও আমরা যত বেশি ব্যবসা নিয়ে পড়াশোনা করবো তত বেশি আমাদের এর সাথে একটা সংযোগ তৈরি হবে। আর কঠিন সময়ে এই সংযোগটাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।

ব্যবসার শিক্ষা যে কোনও জায়গা থেকে আসতে পারে। তার জন্য যে MBA করতে হবে সেটার কোনো মানে নেই। একটা অনলাইন কোর্স থেকে বা বই পড়ে বা বন্ধুবান্ধবদের থেকেও শেখা যেতে পারে।

আমরা কোথা থেকে শিখেছি সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। আমরা যে শিখছি সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

fifteen + 15 =