Cofounder মানে ভালো

একজন cofounder একটা বৃত্তকে সম্পূর্ণ করে। আমি যদি একটা ব্যবসা শুরু করি আর ধরে নিই যে আমি সেই ব্যবসাটাকে সফল করবার জন্য সব কিছু জানি, তাহলে আমার মতো বোকা কেউ হতে পারে না।

প্রত্যেক ব্যক্তিরই তার নিজস্ব স্বভাব আছে। কেউ কোনো কিছু তৈরি করতে পছন্দ করে, কেউ রক্ষনা বেক্ষন করতে পছন্দ করে, কেউ লোককে দেখাতে পছন্দ করে, কেউ বিক্রি করতে পছন্দ করে ইত্যাদি।

ধরা যাক, আমি product development করতে পছন্দ করি এবং আমি সবসময় product নিয়েই চিন্তাভাবনা করি।

  • কিভাবে একটা ভালো product তৈরী করা যাবে?
  • Product এর কী বৈশিষ্ট্য থাকলে সেটা অন্যান্য product গুলোর তুলনায় ভালো হবে?

তাহলে সেক্ষেত্রে আমার একজন cofounder দরকার যার স্বাভাবিক প্রবৃত্তিই হচ্ছে বিক্রি করা। যে সবসময় বিক্রির কথাটা মাথায় রাখবে।

  • কিভাবে product বিক্রি করা যাবে?
  • কার কাছে product বিক্রি করতে হবে?
  • কোন জায়গায় product বিক্রি করলে ভালো?

যদি এই দুটো ভিন্ন কিন্তু পরস্পর নির্ভরশীল প্রকৃতির মানুষ এক ছাদের তলায় আসে এবং একসঙ্গে কাজ করতে পারে, তাহলে একটা ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এক্ষেতে cofounder দের মধ্যে একটা synergy বা সমন্বয় রয়েছে।

কোনো ব্যবসা বড় করার জন্য, একজন ব্যক্তির লক্ষ্য হওয়া উচিত যেকোনো একটা দিকে সেরা হওয়া এবং একজন cofounder নিয়ে আসা যে অন্য একটা দিক থেকে সেরা হওয়ার লক্ষ্য রাখে৷

যখন কেউ তার স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করে তখন কোনো কিছুতে সেরা হওয়াটা অনেক সহজ হয়ে যায়। “Jack of all trades, master of none” এই প্রবৃত্তি থাকলে ব্যবসায় বড় কিছু করা খুব কঠিন হয়ে যায়।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

19 − two =