ব্যবসায়িক জগতে সাধারণত দুটো পদ্ধতিতে কোনো company বাড়তে পারে। একটা হচ্ছে organic পদ্ধতি। যেখানে একটা company অন্য কোনো company এর সাথে merge না হয়ে বা অন্য company কে acquire না করে নিজের গতিতে স্বাধীন ভাবে grow করছে। এই organic পদ্ধতি ধীর গতির হলেও company এর ভিত্তি মজবুত করতে এর গুরুত্ব অনেক বেশি। যা পরবর্তী সময়ে অন্যান্যদের থেকে ওই company কে অনেক বেশি এগিয়ে রাখবে।
আর একটা পদ্ধতি হলো inorganic পদ্ধতি। যেখানে একটা company M&A deal এর মাধ্যমে অন্য company এর সাথে merge হয়ে বা অন্য company কে acquire করে grow করে। M&A deal এ M এর অর্থ হচ্ছে merger আর A এর অর্থ হচ্ছে acquisition। যখন কোনো company অন্য কোনো company এর সাথে যুক্ত হয় বা কোনো company কে কিনে নেয় তখন তাদের মধ্যে এই M&A deal হয়। কোনো company অন্য company কে পুরোপুরি কিনে নিলে তখন তাকে আমরা acquisition বলি। আর কোনো company যখন অন্য কোনো company এর সাথে যুক্ত হয় তখন তাকে আমরা merger বলি।
এই inorganic পদ্ধতিতে অনেক দ্রুতগতিতে grow করা যায়। যেহেতু একটা company অন্য company কে অধিগ্রহণ করে বা তার সাথে যুক্ত হয়, তাই অধিগ্রহণ করা company এর customer base, distribution channel, production capacity, research data এই সমস্ত কিছু যে company অধিগ্রহণ করেছে সে সঙ্গে সঙ্গে পেয়ে যায়। Organic পদ্ধতিতে যা অর্জন করতে সেই company এর অনেক বছর সময় লেগে যেত।