Internet এ কিছু ফেরত দিতেই হবে

Internet এ কিছু তৈরী করা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সে ছোট হোক বা বড়ো হোক। শুধুমাত্র গ্রাহক হয়ে থাকলে আর হবে না। আমাদের হাতে মূল্যবান কিছু না থাকলে internet এর জগতের অনেক কঠিন দরজাগুলো ভবিষ্যতে আর খুলবে না।

আমরা যদি internet এ জিততে চাই, তাহলে আমাদের সেখানে কিছু ফেরত দেওয়া শুরু করতে হবে।

অসাধারণ সব innovation আর দারুন দারুন সম্ভাবনা নিয়ে internet এর জগৎটা এক নতুন দিকে রূপ নিচ্ছে। আমাদের আচরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং internet এ আমাদের ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠছে।

যখন সঠিক সময় আসবে তখন যারা internet এ কিছু ফেরত দিচ্ছে তারাই কিন্তু এগিয়ে থাকবে। আর আমাদের এই সুযোগ ছেড়ে দেওয়া উচিত হবে না।

Krisam Saha

A passionate entrepreneur xenmag.com (360° Marketing & Ads + Top 1% Specialist Network), an annoying husband, a sports fanatic and a crazy thinker. That's it. PS: I am not a writer. I am just trying to write.

মন্তব্য করুন

15 + 11 =