Risk tolerance এর একটা মোটামুটি অর্থ হচ্ছে যে একজন মানুষ সর্বোচ্চ কতটা risk নিয়েও সাচ্ছন্দ্য বোধ করবে। আর risk capacity এর মোটামুটি মানে হচ্ছে যে একজন মানুষ আক্ষরিক অর্থে সর্বোচ্চ কতটা risk নিতে পারবে।
Risk tolerance অনেকটা মানসিক। একজন মানুষের মানসিক গঠনের সাথে এর সম্পর্ক আছে। কেউ বেশি risk নিতে পারে, কেউ অল্প risk নিতে পারে, আবার কেউ risk নিতেই পারেনা। ভয় পায়।
আর risk capacity বুঝিয়ে দেয় যে একজন মানুষের ঠিক কতটা risk নেওয়া উচিত বা সে নিতে পারবে। এটা পুরোটাই হিসেব করে বের করে নেওয়া সম্ভব। কারুর বয়স, মাসিক আয়, মাসিক খরচ, শারীরিক অবস্থা, সামাজিক অবস্থা, জীবনের লক্ষ্য ইত্যাদি এইসমস্ত কিছুর নিরিখে একটা হিসেবে করলে risk capacity এর মান পাওয়া যাবে।
একজন entrepreneur এর risk tolerance আর risk capacity এর মধ্যে পার্থক্য খুব পরিষ্কার করে বুঝে রাখা উচিত। বিশেষ করে যে সমস্ত entrepreneur রা অথবা ব্যবসায়ীরা bootstrap level থেকে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছেন।