উদ্ভাবনী ক্ষমতা মানবজাতির এক অনন্য বৈশিষ্ঠ্য। আজ পর্যন্ত জাতি হিসাবে সম্মিলিত ভাবে আমরা যতটুকু এগিয়েছি তার অনেকটা কৃতিত্ব কিন্তু আমাদের এই উদ্ভাবনী শক্তির ওপর বর্তায়।
তারমধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমাদের এই উদ্ভাবনের ক্ষমতা কঠিন পরিস্থিতিতে আরো প্রখর হয়ে ওঠে। আর এই কারণেই যে কোনো ভয়াবহ পরিস্থিতিতেও আমরা সম্মিলিত ভাবে আশাবাদী থাকতে পারি।
একটা উপায় নিশ্চই বেরিয়ে আসবে।
আমাদের এই উদ্ভাবনী শক্তিই আমাদেরকে আক্রমণাত্মক হতে সাহস যোগায়।
আমার মতে, এই বর্তমান সময় প্রতিরোধ বা আত্মরক্ষার জন্য নয়। এটাই হচ্ছে আক্রমণ করার চূড়ান্ত সময়। আমাদের এই কঠিন সময়কে উদ্ভাবনী শক্তির সাহায্য নিয়ে আক্রমণ করতে হবে আর নতুনত্বের দিকে এগিয়ে যেতে হবে।